মালয়েশিয়া ভিসা চেক কিভাবে করতে হয় এবং অনলাইনে মালয়েশিয়া ভিসা চেক করার জন্য কী কী লাগবে তা নিয়ে আজকের এই পোস্টে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো। আপনি যদি মালয়েশিয়া ভিসার জন্য আবেদন করে থাকেন এবং ভিসা হয়েছে কি না জানতে চান, তাহলে এই পোস্টটি আপনার জন্যই।
পোস্টটি সম্পূর্ণ পড়লে কীভাবে অনলাইনে মালয়েশিয়া ভিসা যাচাই করা যায়, তা সম্পর্কে জানতে পারবেন। তো চলুন, পোস্টের মূল বিষয়ে ফিরে আসা যাক।
মালয়েশিয়া ভিসা চেক করার জন্য কিছু ডকুমেন্ট বা তথ্য লাগবে। মালয়েশিয়া ভিসা অনলাইনে যাচাই করার জন্য যা যা লাগবে তার একটি তালিকা নিচে উল্লেখ করে দিয়েছি। চলুন, দেখে নেয়া যাক।
উপরোক্ত এই তিনটি তথ্য দিয়ে আপনি Malaysia Visa Check করতে পারবেন। তো চলুন, মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম জেনে নেয়া যাক।
মালয়েশিয়া ভিসা চেক করার জন্য eservices.imi.gov.my/myimms/PRAStatus ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর, Company Registration নাম্বার বা Application Number দিয়ে সহজেই মালয়েশিয়া ভিসা চেক করতে পারবেন। এছাড়াও, আপনার পাসপোর্ট নাম্বার দিয়েও মালয়েশিয়া কলিং ভিসা চেক করতে পারবেন।
মালয়েশিয়া ভিসা অনলাইনে চেক করার জন্য আরও কয়েকটি পদ্ধতি রয়েছে। যেমন, আপনি চাইলে পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করতে পারবেন, কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ভিসা চেক করতে পারবেন, আবার এপ্লিকেশন নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করতে পারবেন।
এই পোস্টে উপরোক্ত তিনটি পদ্ধতিই বিস্তারিত আলোচনা করবো। তো চলুন, অনলাইনে ভিসা চেক করার পদ্ধতি দেখে নেয়া যাক।
পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার জন্য শুধু আপনার পাসপোর্ট নাম্বার জানা থাকতে হবে। পাসপোর্ট নাম্বার জানা থাকলেই আপনার ভিসা রেডি হয়েছে কি না চেক করতে পারবেন। নিচে পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা যাচাই করার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।
আপনার পাসপোর্ট নাম্বার এবং দেশের নাম ঠিক থাকলে ভিসা হয়েছে কি না জানতে পারবেন। এই পদ্ধতি অনুসরণ করে যেকোনো পাসপোর্ট নাম্বার দিয়ে উক্ত ব্যক্তির মালয়েশিয়া ভিসা হয়েছে কি না যাচাই করতে পারবেন।
ভিসা যাচাই করার সময় অবশ্যই ওয়েবসাইটটি ইংরেজি ভাষায় ট্রান্সলেট করে নিবেন। কারণ, এটি একটি মালয়েশিয়ার ওয়েবসাইট। তাই, মালয়েশিয়ান ভাষায় থাকতে পারে। বুঝতে না পারলে ইংরেজি ভাষায় ট্রান্সলেট করে নিবেন। এজন্য, ব্রাউজারে Google Translate এক্সটেনশন ইন্সটল করে নিতে পারেন।
কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার জন্য http://eservices.imi.gov.my/myimms/PRAStatus এই ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর, Company Registration No লেখার পাশে আপনার কলিং পেপারে থাকা রেজিস্ট্রেশন নাম্বার লিখে সার্চ বাটনে ক্লিক করুন।
তাহলে, উক্ত কোম্পানির যাদের ভিসা হয়েছে তাদের একটি তালিকা পেয়ে যাবেন। এই তালিকা থেকে আপনার নামটি খুঁজে বের করুন। যদি আপনার নাম খুঁজে পান, তবে বুঝতে হবে যে আপনার মালয়েশিয়ান ভিসা রেডি হয়েছে। মালয়েশিয়া ভিসা রেডি হয়ে গেলে আপনার নামের পাশে থাকা Print বাটনে ক্লিক করে ভিসা তথ্য প্রিন্ট করে নিতে পারবেন।
Application Number দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার জন্য http://eservices.imi.gov.my/myimms/PRAStatus এই ওয়েবসাইট ভিজিট করুন। এরপর, আপনার Application Number লিখে সার্চ করুন। আপনার এপ্লিকেশন নাম্বারে ভিসা তৈরি হয়েছে কি না জানতে পারবেন।
মালয়েশিয়া ভিসা তৈরি হয়ে থাকলে আপনি ভিসা রেডি হয়েছে এমন দেখতে পারবেন। সেখানে থেকেই আপনি ভিসা তথ্য প্রিন্ট করে নিতে পারবেন।
মালয়েশিয়া ই ভিসা চেক করার জন্য https://malaysiavisa.imi.gov.my/evisa/vlno_checkstatus.jsp এই ওয়েবসাইট ভিজিট করুন। এরপর, প্রথম ফাঁকা বক্সে আপনার পাসপোর্ট নাম্বার লিখুন। অতঃপর, দ্বিতীয় বক্সে Sticker Number লিখুন। এখন ইমেজে দেখানো ভেরিফিকেশন কোডটি নিচের ফাঁকা বক্সে লিখুন এবং I have obtained my eVISA লেখার পাশের বক্সে টিক মার্ক দিন।
অতঃপর, Check বাটনে ক্লিক করুন। তাহলে, মালয়েশিয়া ই ভিসা চেক করতে পারবেন। এই পদ্ধতিটি অনুসরণ করার মাধ্যমে আপনার Malaysia E-visa হয়েছে কি না তা যাচাই করতে পারবেন।
যারা মালয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করেছেন এবং কোম্পানি থেকে কলিং ভিসা পেতে চান, তারা আবেদন করার পর কলিং ভিসা হয়েছে কি না চেক করতে চান। আপনার মালয়েশিয়া কলিং ভিসা তৈরি হয়েছে কি না জানার জন্য নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন।
সার্চ করলে আপনার ভিসা তৈরি হয়েছে কিনা জানতে পারবেন। এই পদ্ধতি অনুসরন করার মাধ্যমে অনলাইন মালয়েশিয়া ভিসা যাচাই করতে পারবেন।
আজকের এই পোস্টে আপনাদের সাথে মালয়েশিয়া ভিসা চেক অনলাইনে করার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি পোস্টটি সম্পূর্ণ পড়ে থাকেন, তবে অনলাইনে কিভাবে মালয়েশিয়া ভিসা চেক করতে হয় জানতে পারবেন। মালয়েশিয়া ভিসা যাচাই করা সম্পর্কিত আরও কোনো প্রশ্ন থাকলে নিচে সংযুক্ত সাধারণত জিজ্ঞাসিত প্রশ্নাবলীগুলো পড়তে পারেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই মন্তব্য করবেন।
হ্যাঁ, আপনি চাইলে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা হয়েছে কিনা তা যাচাই করতে পারবেন। এজন্য, পোস্টে উল্লিখিত পদ্ধতি অনুসরণ করতে হবে।
মালয়েশিয়া ই ভিসা ডাউনলোড করার জন্য মালয়েশিয়া ই ভিসা চেক করতে হবে। এজন্য, মালয়েশিয়া ই ভিসা চেক করার ওয়েবসাইট https://malaysiavisa.imi.gov.my/evisa/vlno_checkstatus.jsp ভিজিট করতে হবে। অতঃপর, আপনার ভিসা তৈরি হয়েছে কিনা যাচাই করতে পারবেন। সেখানে থেকেই মালয়েশিয়া ই ভিসা ডাউনলোড করতে পারবেন।
অনলাইনে মালয়েশিয়া ভিসা যাচাই করতে চাইলে http://eservices.imi.gov.my/myimms/PRAStatus এই ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর, কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ভিসা যাচাই করতে পারবেন। এছাড়াও, আপনি চাইলে এই ওয়েবসাইট থেকে আপনার এপ্লিকেশন নাম্বার দিয়েও ভিসা হয়েছে কিনা চেক করতে পারবেন।
মালয়েশিয়া ভিসা করতে সাধারণত ৪-৫ লক্ষ টাকা লেগে থাকে। আপনি যদি সরকারিভাবে মালয়েশিয়া যাওয়ার জন্য আবেদন করেন, তবে এর কমেও ভিসা পেতে পারেন। তবে, কোনো এজেন্সির সহযোগিতা নিলে অথবা কোনো দালালের সহযোগিতা নিলে ৭-৮ লক্ষ টাকা অব্দি লাগতে পারে। আপনি যদি স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করেন, তবে এর কমেও হতে পারে।
Leave a Reply