ফিক্সড ডিপোজিট করতে চাচ্ছেন? কিন্তু ফিক্সড ডিপোজিট করার জন্য কোন ব্যাংক সবচেয়ে ভালো জানেন না। এই পোস্টটি সম্পূর্ণ পড়লে ফিক্সড ডিপোজিট কী, ফিক্সড ডিপোজিট করার জন্য বাংলাদেশে কোন ব্যাংক সবথেকে ভালো এসব বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
টাকা জমা রাখার বিনিময়ে সুদ গ্রহণের জন্য অনেকেই সেরা ব্যাংক খুঁজে থাকেন। অনেক ব্যাংকে টাকা জমা রাখার বিনিময়ে ভালো পরিমাণ মুনাফা দিয়ে থাকে। তাই, কোন ব্যাংক ভালো এই প্রশ্ন অনেকের মনেই রয়ে যায়। তো চলুন, ফিক্সড ডিপোজিট করার জন্য সেরা ব্যাংক সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।
ফিক্সড ডিপোজিট, যা স্থায়ী আমানত নামেও পরিচিত। ফিক্সড ডিপোজিট হলো প্রক্রিয়া যার মাধ্যমে একজন বিনিয়োগকারী একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে জমা রাখে। এই নির্দিষ্ট সময়ের শেষে, বিনিয়োগকারী তার মূলধন এবং সুদের অর্থ ফেরত পায়।
এফডির(FD) মেয়াদ সাধারণত এক মাস, তিন মাস, ছয় মাস, এক বছর, দুই বছর, তিন বছর, পাঁচ বছর, দশ বছর বা আরও বেশি হতে পারে। এটি নির্ভর করে যে ব্যক্তি ডিপোজিট করছে তিনি কতদিনের জন্য রাখতে চাচ্ছেন।
ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে বিনিয়োগকারীরা নিয়মিত সঞ্চয়ী হিসাবের চেয়ে বেশি হারে সুদ/মুনাফা পেয়ে থাকেন। সুদের হার সাধারণত ব্যাংকের সুদের হারের উপর নির্ভর করে থাকে। কোনো ব্যাংক বেশি দিয়ে থাকে, আবার কোনো ব্যাংক কম। এজন্য, সবাই ফিক্সড ডিপোজিট করার জন্য কোন ব্যাংক সবচেয়ে ভালো এটি জানতে চান।
ফিক্সড ডিপোজিট করার জন্য কিছু কাগজপত্র এবং তথ্য প্রয়োজন হয়। আপনি যদি একটি ব্যাংকে এফডি করার চিন্তা করে থাকেন, তবে ব্যাংক যাওয়ার সময় কি কি সাথে নিয়ে যেতে হবে তার একটি তালিকা নিচে উল্লেখ করে দিয়েছি। চলুন, দেখে নেয়া যাক।
উপরোক্ত কাগজপত্রগুলো ছাড়াও ব্যাংক ভেদে আরও কয়েক ধরণের কাগজপত্র লাগতে পারে। আপনি যে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে চাচ্ছেন, উক্ত ব্যাংকে খোঁজ নিয়ে ফিক্সড ডিপোজিট করতে কি কি লাগবে তার একটি বিস্তারিত লিস্ট জেনে নিতে পারবেন।
কষ্টে জমানো টাকা যখন কোনো ব্যাংকে জমা রাখার প্রসঙ্গ আসে, তখন সবাই চায় কোনো একটি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখতে। ফিক্সড ডিপোজিট করার জন্য কোন ব্যাংক সবচেয়ে ভালো এটি অনেকের প্রশ্ন। কারণ, একটি ব্যাংকে টাকা জমা রাখার পর প্রতি মাসে বা বছরে কত শতাংশ মুনাফা দিচ্ছে সেটি অনেক গুরুত্বপূর্ণ।
এছাড়াও, আমি যে ব্যাংকে টাকা জমা রাখছি, সেই ব্যাংকে টাকা জমানো নিরপদ কিনা এটিও জানতে হবে। আপনি চাইলে বাংলাদেশের যেকোনো সরকারি এবং বেসরকারি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে পারেন। তবে, ফিক্সড ডিপোজিট করার সময় অবশ্যই উক্ত ব্যাংকে ইন্টারেস্ট রেট কতো এটি জেনে নিতে হবে।
যে ব্যাংকে ইন্টারেস্ট রেট বেশি, সেই ব্যাংকে ফিক্সড ডিপোজিট করলে অল্প সময়ে বেশি মুনাফা পাবেন। এছাড়াও, সুনামধন্য কোনো ব্যাংকে এফডি করলে আসল টাকার সঙ্গে মুনাফা পাওয়া যায় নিরাপদভাবে।
বাংলাদেশের সরকারি ব্যাংক এবং বেসরকারি ব্যাংক উভয়ে ফিক্সড ডিপোজিট করার উপায় আছে। এছাড়াও, শরিয়া ভিত্তিক ব্যাংক, বিদেশী ব্যাংক রয়েছে। আপনি চাইলে এসব ব্যাংকেও ফিক্সড ডিপোজিট করতে পারেন।
ফিক্সড ডিপোজিট এ সুদের পরিমাণ ব্যাংক ভেদে কম এবং বেশি হয়ে থাকে। বাংলাদেশে অবস্থিত ব্যাংকগুলোতে ফিক্সড ডিপোজিটে ৫ শতাংশ থেকে শুরু করে ৯ শতাংশ অব্দি সুদ দিয়ে থাকে। অর্থাৎ, আপনি যদি একটি ব্যাংকে ১ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে রাখেন, তাহলে ৬% সুদের হার অনুযায়ী বছর শেষে এই সুদের পরিমাণ হবে ৬ হাজার টাকা।
এছাড়াও, ফিক্সড ডিপোজিট করে রাখলে সুদের টাকা আপনার ব্যাংক একাউন্টে জমা হবে। কিন্তু, শুধু সুদ পাবেন এটাই নয়। ব্যাংকে টাকা জমা রাখার কারণে ব্যাংক থেকে ব্যাংক চার্জ, শুল্ক সহ আরও বিভিন্ন চার্জ নিয়ে থাকে। তাই, আপনি যদি ফিক্সড ডিপোজিট বা এফডিআর করে রাখেন, তাহলে ১,০০,০০০ টাকায় প্রতি বছর ৪ থেকে ৫ হাজার টাকা অব্দি পেতে পারেন।
ব্যাংক ভেদে সুদের হার কম বেশি হয়ে থাকে। যে ব্যাংকে সুদের হার বেশি, সেই ব্যাংকে যদি FDR করে রাখেন, তাহলে আরও বেশি পেতে পারেন। যেমন – একটি ব্যাংকে যদি ৯% সুদের হার থাকে, তাহলে বছর শেষে ১,০০,০০০ টাকার জন্য ৯,০০০ টাকা মুনাফা পাবেন।
বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বেসরকারি ব্যাংক, বিদেশী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে পারবেন। বাংলাদেশে অবস্থিত যেসব ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে পারবেন সেগুলোর একটি তালিকা নিচে উল্লেখ করে দিয়েছি। চলুন, দেখে নেয়া যাক।
সরকারি যেসব ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা যায়
উপরোক্ত সরকারি ব্যাংকগুলো ফিক্সড ডিপোজিট এর বিনিময়ে ৫ থেকে ৬ শতাংশ অব্দি সুদ দিয়ে আসছে। বেশি মুনাফা পেতে চাইলে এসব ব্যাংকে এফডিআর করতে পারেন।
বেসরকারি যেসব ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা যায়
উপরোক্ত এই ব্যাংকগুলো ৮ শতাংশ থেকে ৮.৫ শতাংশ অব্দি সুদের হার দিয়ে থাকে। প্রতি লক্ষ টাকার জন্য ৮ হাজার টাকা থেকে ৮,৫০০ টাকা অব্দি বাৎসরিক মুনাফা পাবেন।
উপরের তালিকায় উল্লিখিত ব্যাংকগুলো ৫ থেকে ৬ শতাংশ অব্দি সুদ দিয়ে আসছে। বেসরকারি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে চাইলে এসব ব্যাংক থেকে এফডিআর করতে পারেন। আশা করছি ফিক্সড ডিপোজিট করার জন্য কোন ব্যাংক সবচেয়ে ভালো বুঝতে পেরেছেন।
যেসব ব্যাংক বেশি রেট দিচ্ছে, সেসব ব্যাংকে ডিপোজিট করলে অল্প সময়ে বেশি মুনাফা পাওয়া সম্ভব। এফডিআর করার জন্য আপনি যেকোনো মেয়াদের এফডিআর করতে পারেন। এজন্য, ব্যাংক থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। তবে, এফডিআর করার সময় অবশ্যই বাৎসরিক সুদের হার, ব্যাংক চার্জ এসকল বিষয় জেনে নিবেন।
ফিক্সড ডিপোজিট এ সুদের হার সবথেকে বেশি ডিসিবি ব্যাংকে। ডিসিবি ব্যাংক থেকে ৮ থেকে ৮.৫ শতাংশ অব্দি সুদের হার দিয়ে থাকে। তবে, কিছু বেসরকারি ব্যাংক যেমন – মিডল্যান্ড ব্যাংক, মেঘনা ব্যাংক, পদ্মা ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ইত্যাদি থেকেও ৮ থেকে ৮.৫ শতাংশ সুদের হার দিয়ে থাকে।
আপনি চাইলে যেকোনো মেয়াদের ফিক্সড ডিপোজিট করতে পারবেন। তবে, ১ বছর থেকে ৫ বছরের ফিক্সড ডিপোজিট সবচেয়ে ভালো। যেসব ব্যাংকে সুদের হার বেশি, সেখানে ফিক্সড ডিপোজিট করা লাভজনক।
আজকের এই পোস্টে আপনাদের সাথে ফিক্সড ডিপোজিট করার জন্য কোন ব্যাংক সবচেয়ে ভালো এই বিষয়টি এবং ফিক্সড ডিপোজিট সম্পর্কে বিভিন্ন তথ্য বিস্তারিত শেয়ার করেছি। পোস্টটি সম্পূর্ণ পড়ে থাকলে FDR সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বলে আশা করছি। আরও এমন ব্যাংকিং বিষয়ক তথ্য জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন।
Leave a Reply