হাতের লেখা সুন্দর করার ৫টি কৌশল

হাতের লেখা সুন্দর করার ৫টি কৌশল

হাতের লেখা সুন্দর করার কৌশল জানা থাকলে আপনিও অনেক সহজেই হাতের লেখা সুন্দর করতে পারবেন। কিভাবে হাতের লেখা সুন্দর করতে হয় এ বিষয়টি নিয়ে আজকের এই ব্লগে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো। 

হাতের লেখা সুন্দর হলে পরিক্ষার খাতায় ভালো মার্ক পাওয়া যায়। কারণ, খারাপ হাতের লেখার কারণে শিক্ষক অনেক সময় লেখা বুঝতে পারেন না। ফলে, ঠিক লিখলেও ভুল মনে করে অনেক সময় মার্ক কাটা যেতে পারে। তাই, সুন্দর হাতের লেখা অনেক গুরুত্বপূর্ণ।

আমাদের মাঝে যাদের হাতের লেখা খারাপ, তারা খুব করেই চাই যে আমার হাতের লেখা অন্যদের মতো সুন্দর হোক। কিন্তু, সঠিক নিয়ম না জানার কারণে আমরা হাতের লেখা সুন্দর করতে পারি না। তো চলুন, কিভাবে হাতের লেখা সুন্দর করা যায় তার কৌশলগুলো জেনে নেয়া যাক।

হাতের লেখা সুন্দর করার উপায়

হাতের লেখা সুন্দর করার একমাত্র এবং একমাত্র উপায় হচ্ছে অনেক বেশি পরিমাণে লেখালেখি করা। আমরা অনেকেই প্রতিদিন লেখালেখি করি না। প্র্যাকটিস না থাকার কারণে এজন্য আমাদের হাতের লেখা অনেক খারাপ হয়ে যায়। কিন্তু, আপনি যদি প্রতিদিন অন্তত ১ঘণ্টা হাতে লেখার চর্চা করেন, তাহলে কয়েক মাসের মাঝেই আপনার হাতের লেখার মাঝে অনেক পার্থক্য দেখতে পাবেন।

ক্লাসে টপারদের হাতের লেখা দেখে কার না ঈর্ষা হয়? কিন্তু আমরা কি জানি যে টপাররা তাদের হাতের লেখা সুন্দর করার জন্য কত পরিশ্রম করেছে? সুন্দর হাতের লেখা পাওয়ার জন্য আপনিও যদি প্রতিদিন লেখার চর্চা করেন, তবে কয়েক মাসের মাঝেই লেখা সুন্দর করতে পারবেন। এছাড়াও, দ্রুত লেখার জন্য প্রতিদিন লেখার চর্চা করতে হয়।

অনেকদিন পর লিখতে বসলে দেখবেন আপনি লিখতে ভুলে গেছেন এমন একটি অবস্থা তৈরি হয়। তাই, প্রতিদিন হাতের লেখা প্র্যাকটিস করলে হাতের লেখা সুন্দর এবং দ্রুত হয়।

হাতের লেখা সুন্দর করার কৌশল

হাতের লেখা সুন্দর করার কিছু কৌশল অনুসরণ করলে অনেক সহজেই হাতের লেখা সুন্দর করা যায়। নিচে আপনাদের সাথে হাতের লেখা সুন্দর করার কয়েকটি কৌশল উল্লেখ করে দিয়েছি। এগুলো অনুসরণ করলে আপনার হাতের লেখা কিংবা বাচ্চার হাতের লেখা সুন্দর করতে পারবেন। 

হাতের লেখা সুন্দর করার কৌশল – ১

হাতের লেখা সুন্দর করার জন্য অবশ্যই লেখার সরঞ্জাম ভালো হতে হবে। হাতের লেখা সুন্দর করার জন্য শুধুমাত্র ফাউন্টেইন পেন এর প্রয়োজন নেই। একটি পেন্সিল বা কলম দিয়েও সুন্দর হাতের লেখা পাওয়া সম্ভব। এজন্য অবশ্য ভালো মানের একটি কলম বা পেন্সিল বাছাই করতে হবে। 

বাচ্চার হাতের লেখা ভালো করার জন্য ভালো মানের একটি পেন্সিল এবং রাবার দিতে হবে। পেন্সিলে যেন বেশি চাপ দিতে না হয় এবং রাবার দিয়ে অল্প চাপে লেখা মিশিয়ে নিতে পারে সেটির দিকে লক্ষ রাখতে হবে। এছাড়াও, একটি ভালো মানের খাতা বা নোটবুক নিতে হবে। কারণ, খাতার মানের উপর নির্ভর করেও হাতের লেখা ভালো বা খারাপ হয়ে থাকে।

হাতের লেখা সুন্দর করার কৌশল – ২

হাতের লেখা সুন্দর করার জন্য অবশ্যই সঠিকভাবে পেন্সিল বা কলম ধরতে হবে। অনেকেই পেন্সিল বা কলম অনেক শক্ত করে ধরে লিখে থাকেন। এতে করে পেন্সিল বা কলমের উপর অনেক শক্তি প্রয়োগ করতে হয়। এজন্য, তাদের হাতের লেখা ভালো হয় না। লেখা সুন্দর করার জন্য কলম বা পেন্সিল ধরতে হবে বৃদ্ধাঙ্গুলি, তর্জনী এবং মধ্যমা আঙ্গুল দিয়ে। 

এভাবে কলম ধরে লেখার সময় অল্প চাপ প্রয়োগ করতে হবে। বেশি চাপ প্রয়োগ করলে হাতের লেখা সুন্দর হয় না এবং লিখতে অনেক সময় লাগে। লেখা সুন্দর এবং দ্রুত করার জন্য অবশ্যই সঠিকভাবে কলম ধরতে হবে এবং আলতো চাপ দিয়ে লিখতে হবে।

হাতের লেখা সুন্দর করার কৌশল – ৩ 

লেখার সময় শরীরের পজিশন ঠিক না থাকার কারণেও লেখা খারাপ হয়ে থাকে। অনেকেই লেখার সময় একদম শুয়ে পড়েন বা অনেক বেশি ঝুঁকে যান। এজন্য হাতের লেখা খারাপ হয়ে থাকে। লেখার সময় অবশ্যই মেরুদণ্ড সোজা রাখতে হবে। পা মেঝেতে রেখে চেয়ার বা বেঞ্চের পিছনে হেলান দিয়ে লিখতে হবে।

এতে করে সুন্দর হাতের লেখা পাওয়া সম্ভব। 

হাতের লেখা সুন্দর করার কৌশল – ৪

লেখা সুন্দর করতে হলে শব্দ, বর্ণ ইত্যাদি সঠিকভাবে লিখতে হবে। বাংলা লেখার সময় আকার বা মাত্রা ঠিকভাবে দিতে হবে। একটি শব্দ লেখার পর একদম গা ঘেঁষে অন্য শব্দ না লিখে অল্প পরিমাণ ফাঁকা রাখতে হবে। আবার একটি শব্দ থেকে অন্য শব্দের দূরত্ব অনেক বেশি হলেও সুন্দর লাগে না।

শব্দের মতো বর্ণ লেখার পর কিছু জায়গা ফাঁকা রেখে আরেকটি বর্ণ লিখতে হবে। অনেক বেশি পরিমাণ জায়গা ফাঁকা রাখা যাবে না। শব্দ এবং বর্ণ ঠিকভাবে এবং সুন্দর করে লিখতে পারলে হাতের লেখা সুন্দর করা সম্ভব। লেখার সময় অবশ্যই প্রতিটি শব্দ এবং বর্ণ একই আকারে লিখতে হবে। একটি বড় এবং একটি ছোট হলে লেখা অনেক খারাপ হয়ে যাবে।

শব্দ এবং বর্ণ লেখা সুন্দর করার জন্য ডট লাইনের উপর পেন্সিল ঘুরিয়ে লেখার চর্চা করা যেতে পারে। এতে করে লেখার প্র্যাকটিস থাকবে এবং লেখা সুন্দর হবে। বাংলা লেখার সময় মাত্রাযুক্ত এবং মাত্রাহিন শব্দ ঠিকভাবে লিখতে হবে। নাহলে হাতের লেখা অনেক খারাপ হবে।

হাতের লেখা সুন্দর করার কৌশল – ৫

হাতের লেখা সুন্দর করার একমাত্র এবং একমাত্র অধিক কার্যকরী উপায় ও কৌশল হচ্ছে অনেক বেশি পরিমাণে চর্চা করা। প্রতিনিয়ত হাতের লেখা চর্চা না করলে সুন্দর হাতের লেখা অধিকারি যে কেউ তার হাতের লেখার ধরণ হারিয়ে ফেলবে। আগে হাতের লেখা সুন্দর ছিলো, কিন্তু এখন অনেকদিন হাতের লেখা চর্চা না করায় লেখা খারাপ হয়ে গেছে এমন অনেকের ক্ষেত্রেই দেখা যায়।

তাই, হাতের লেখা সুন্দর করার জন্য কিংবা সুন্দর হাতের লেখা ধরে রাখার জন্য প্রতিনিয়ত লেখার চর্চা করতে হবে। অনুশীলন যত বেশি করা হবে, লেখার ধরণ তত সুন্দর হবে। এছাড়াও, অনুশীলন করার পাশাপাশি হাতের লেখা দ্রুত করার চেষ্টা করতে হবে। এতে করে লেখার ধরণ যেমন সুন্দর হবে, তেমনি অল্প সময়ে অনেক লেখা যাবে।

পরিক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য শুধু ভালো এবং সুন্দর হাতের লেখাই যথেষ্ট নয়। দ্রুত হাতের লেখার অভ্যাস করতে হবে। হাতের লেখা সুন্দর কিন্তু লিখতে অনেক বেশি সময় লাগে এমন হলে হিতে বিপরীত হয়ে যাবে। নির্দিষ্ট সময়ের মাঝে লেখা শেষ করার জন্য প্রতিনিয়ত হাতের লেখা চর্চা করতে হবে।

ছোটদের হাতের লেখা সুন্দর করার উপায়

ছোটদের হাতের লেখার সুন্দর করার কৌশল হচ্ছে তাদেরকে প্রতিনিয়ত লেখার প্র্যাকটিস করাতে হবে। এছাড়াও, বাচ্চাদের জন্য তাদের লেখার সরঞ্জাম ভালো রাখতে হবে। ভালো মানের পেন্সিল এবং রাবার হলে বাচ্চারা অনেক সুন্দর লিখতে পারে। বাচ্চাদের হাতের লেখা সুন্দর করার জন্য তাদেরকে ডট লাইনের উপর লেখার চর্চা করাতে হবে।

বাচ্চাদের হাতের লেখা সুন্দর করার জন্য তাদেরকে শব্দ এবং বর্ণ সুন্দর করে লেখার প্র্যাকটিস করাতে হবে। বর্ণ, শব্দ, আকার, ঠিকভাবে লিখতে পারলে হাতের লেখা অটোমেটিক সুন্দর হয়ে যাবে।


আরও পড়ুনঃ মেট্রোরেলের এমআরটি পাস কেনার নিয়ম

আরও পড়ুনঃ প্রবাসী সন্তানদের বৃত্তি আবেদন করার নিয়ম

আরও পড়ুনঃ অনলাইনে বিমানের টিকেট চেক করার নিয়ম


উপসংহার

আজকের এই পোস্টে আপনাদের সাথে হাতের লেখার সুন্দর করার কৌশল নিয়ে আলোচনা করেছি। সুন্দর হাতের লেখার ৫টি কৌশল অনুসরণ করলে কয়েক মাসের মাঝেই আপনার হাতের লেখা করতে পারবেন পূর্বের তুলনায় অনেক সুন্দর। এছাড়াও, উপরোক্ত কৌশলগুলো অনুসরণ করে প্রতিনিয়ত হাতের লেখা চর্চা করলে লেখা সুন্দর হওয়ার পাশাপাশি দ্রুত হবে। 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *