সিঙ্গাপুর কাজের ভিসা পাওয়ার উপায় ও যাওয়ার খরচ

সিঙ্গাপুর কাজের ভিসা পাওয়ার উপায় ও যাওয়ার খরচ

সিঙ্গাপুর কাজের ভিসায় যেতে চাচ্ছেন কিন্তু কিভাবে সিঙ্গাপুর ওয়ার্ক পারমিট নিতে হবে এবং ভিসার জন্য আবেদন করতে হবে জানেন না? এই পোস্টে আপনাদের সাথে সিঙ্গাপুর কাজের ভিসায় যাওয়ার সম্পূর্ণ গাইডলাইন শেয়ার করবো।

কাজের ভিসায় সিঙ্গাপুর যেতে চাইলে এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। কিভাবে সিঙ্গাপুর ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করতে হবে, সিঙ্গাপুর ওয়ার্ক পারমিট ভিসা পেতে কি কি লাগবে এবং সিঙ্গাপুর ভিসা করতে কত টাকা লাগবে এসব তথ্য বিস্তারিত আলোচনা করেছি এই পোস্টে। তো চলুন, পোস্টের মূল বিষয়ে ফিরে আসা যাক।

সিঙ্গাপুর কাজের ভিসা ২০২৫

বিশ্বের উন্নত রাস্ট্রগুলোর মাঝে সিঙ্গাপুর অন্যতম। আমাদের দেশের অনেকেই প্রবাসে গিয়ে টাকা উপার্জন করার সুযোগ আসলেই সিঙ্গাপুর যাওয়ার চিন্তা করে থাকেন। কারণ, সিঙ্গাপুরের অর্থনীতি অনেক বেশি শক্তিশালী। ফলে, কাজের ভিসায় সিঙ্গাপুর গেলে অল্প সময়ে অধিক টাকা উপার্জন করা যাবে।

যারা সিঙ্গাপুর কাজের ভিসায় যেতে চাচ্ছেন, তাদের মাঝে অধিকাংশ মানুষই জানেন না যে সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে, সিঙ্গাপুর কাজের ভিসা পেতে কি কি লাগে এবং সিঙ্গাপুর কাজের ভিসার আবেদন কিভাবে করতে হয়। তো চলুন, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জেনে নেয়া যাক।

সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে

সিঙ্গাপুর যেতে চান কিন্তু সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে এ প্রশ্নটি করেননা এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না। সিঙ্গাপুর যেতে সাধারণত ৪-৫ লক্ষ টাকা লেগে থাকে। আপনি যদি কাজের ভিসায় সিঙ্গাপুর যেতে চান, তবে ৪-৫ লক্ষ টাকা লাগবে। তবে, সরকারীভাবে সিঙ্গাপুর যেতে পারলে আরও কমে যেতে পারবেন।

এক্ষেত্রে, অবশ্যই আপনার কাজের দক্ষতা থাকতে হবে। দক্ষতা ছাড়া বা অল্প দক্ষতায় সিঙ্গাপুর যেতে চাইলে হোটেল ক্লিনার, সেবামূলক কাজ, মেশিনারিজ, কনস্ট্রাকশন ইত্যাদি কাজ করতে পারবেন। এসব কাজ করেও অনেকেই ভালো পরিমাণে অর্থ উপার্জন করছে।

সিঙ্গাপুর যাওয়ার সময় যদি আপনি কোনো ভিসা এজেন্সির সহযোগিতা নিয়ে থাকেন, কিংবা কোনো দালালের শরণাপন্ন হন, তবে ৪-৫ লক্ষ টাকার বেশি লাগতে পারে। ভিসা এজেন্সি বা দালাল ভেদে এই খরচ আরও বেশি হতে পারে। তবে, নিজে থেকে সিঙ্গাপুর ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করুন। এতে করে অল্প খরচে সিঙ্গাপুর যেতে পারবেন।

সিঙ্গাপুর যেতে কি কি লাগে

এক দেশ থেকে অন্য দেশে যেতে বা অন্য একটি দেশে কাজের জন্য ভিসা করতে গেলে অবশ্যই তাদের নিয়ম মানতে হবে। তেমনি, সিঙ্গাপুর কাজের ভিসা পেতে চাইলে আপনাকেও কিছু ডকুমেন্ট দিতে হবে। সিঙ্গাপুর যেতে কি কি লাগবে তার একটি তালিকা নিচে উল্লেখ করে দিয়েছি। চলুন, দেখে নেয়া যাক।

  • পাসপোর্টে কমপক্ষে ১টি পাতা খালি থাকতে হবে
  • পাসপোর্ট এর মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে
  • এনআইডি কার্ডের কপি
  • সিঙ্গাপুরে রয়েছে এমন ব্যক্তির থেকে আমন্ত্রণপত্র
  • ভিসা ফি বাবদ ৩০০ সিঙ্গাপুর ডলার
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙ্গিন ছবি। ব্যাকগ্রাউন্ড হবে সাদা এবং ছবির সাইজ ২৫:৩৫ মিলিমিটার

সিঙ্গাপুর যেতে চাইলে উপরোক্ত শর্তগুলো মানতে হবে এবং এসব ডকুমেন্ট দিতে হবে। এছাড়াও, ভিসা আবেদন করার সময় পর্যাপ্ত পরিমাণে তথ্য দিতে হবে। তবেই আপনি সিঙ্গাপুর কাজের ভিসা ২০২৫ এর জন্য আবেদন করতে পারবেন এবং ভিসা নিয়ে সিঙ্গাপুর যেতে পারবেন।

সিঙ্গাপুর যেতে কত বছর বয়স লাগে

সিঙ্গাপুর যেতে চাইলে আপনার বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বনিম্ন ৫০ বছর হতে হবে। এর মাঝে যদি আপনার বয়স না হয়, তবে আপনি সিঙ্গাপুর ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারবেন না।

সিঙ্গাপুর ভিসা আবেদন করার নিয়ম

সিঙ্গাপুর যেতে চাইলে আপনাকে অবশ্যই সিঙ্গাপুরে বসবাসরত কোনো ব্যক্তির নিকট হতে একটি আমন্ত্রণপত্র পেতে হবে। তবেই আপনি ৩০০ সিঙ্গাপুর ডলার ভিসা ফি দিয়ে সিঙ্গাপুর ভিসা করে সিঙ্গাপুর যেতে পারবেন। সিঙ্গাপুর ভিসা আবেদন করার জন্য উপরোক্ত দুইটি জিনিস যদি আপনার কাছে থাকে এবং পাসপোর্ট ও অন্যান্য সবকিছু থাকে, তবে এগুলো নিয়ে যেকোনো একটি ভিসা এজেন্সির সাথে যোগাযোগ করতে হবে।

সিঙ্গাপুর ভিসা এজেন্সির সাথে যোগাযোগ করলে তারা আপনার জন্য সিঙ্গাপুর ভিসা আবেদন করে দিবে। বাংলাদেশে অবস্থানরত কিছু সিঙ্গাপুর ভিসা এজেন্সি হচ্ছে , ডিসকভারি ট্যুরস অ্যান্ড লজিস্টিক, আন্তর্জাতিক ভ্রমণ কর্পোরেশন, লেক্সাস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, নভোএয়ার লিমিটেড, পার্কওয়ে হসপিটালস সিঙ্গাপুর প্রাইভেট লিঃ, রিজেন্সি ট্রাভেলস লিমিটেড, সাইমন ওভারসিজ, সিল্কওয়েজ কার্গো সার্ভিসেস লিমিটেড সহ আরও অনেক।

এসব ভিসা এজেন্সির সহযোগিতা নিয়ে আপনি সিঙ্গাপুর ওয়ার্ক পারমিট ভিসার আবেদন করতে পারবেন এবং ভিসা নিয়ে সিঙ্গাপুর যেতে পারবেন।

বাংলাদেশের সিঙ্গাপুর ভিসা এজেন্ট লিস্ট

সিঙ্গাপুর যেতে চাইলে যেকোনো একটি সিঙ্গাপুর ভিসা এজেন্ট এর সহযোগিতা নিতে হবে। এজন্য, Ministry of Foreign Affairs, Singapore থেকে অনুমোদিত বাংলাদেশে অবস্থিত কিছু সিঙ্গাপুর ভিসা এজেন্ট এর তালিকা নিচে উল্লেখ করে দিলাম। এগুলো থেকে তাদের সাথে যোগাযোগ করে সিঙ্গাপুর কাজের ভিসার জন্য আবেদন করতে পারবেন।

Serial Agent Contact
1 Discovery Tours & Logistic বনানী, যোগাযোগ: +8802222275820
2 International Travel Corporation Limited গুলশান, যোগাযোগ: +8802222262788, +8802222264445
3 Lexus Tours & Travels বাংলামোটর, যোগাযোগ: +880255138716-19
4 NovoAir Limited বনানী, যোগাযোগ: 55042385, হটলাইন: 01978443717
5 Parkway Hospitals Singapore Pte Ltd গুলশান যোগাযোগ: +8802222281423, +8801736000000 (24 ঘন্টা হেল্প লাইন)
6 Regency Travels Limited উত্তরা টেলিফোন: +880255080828
7 Saimon Global Limited গুলশান যোগাযোগ: +880209606999966
8 Shams Air Tours and Travels গুলশান যোগাযোগ: +8802222286760, +880258816761
9 Union Tours & Travels Ltd গুলশান যোগাযোগ: +8802222285771-72
10 Valencia Air Travels & Tours Limited মতিঝিল যোগাযোগ: +8802223382931
11 Victory Travels Ltd মতিঝিল, যোগাযোগ: +8802223389608-9
12 MediConsult Limited গুলশান, যোগাযোগ: +8802222280033, +8801721000000
13 Talon Corporation Ltd গুলশান, যোগাযোগ: +880248811860

সিঙ্গাপুর কাজের বেতন কত

সিঙ্গাপুর যেতে চায় এমন মানুষদের মাঝে একটি সাধারণ প্রশ্ন দেখা যায়। এটি হচ্ছে, সিঙ্গাপুর কাজের বেতন কত? সিঙ্গাপুর গিয়ে কত টাকা বেতনে চাকুরী করতে পারবো। আপনি যদি একটি ভালো এজেন্সির সহযোগিতা নিয়ে সিঙ্গাপুর যান, তবে অনেক ভালো বেতনে কাজ করতে পারবেন। এছাড়াও, আপনার কাজের উপর দক্ষতা থাকলে আরও বেশি বেতনে চাকুরী করতে পারবেন।

কাজের দক্ষতা না থাকলে অল্প বেতনে কাজ করতে হবে। কিন্তু, আপনি যে কাজে দক্ষ, সেই কাজ করলে অধিক বেতন পাবেন। সিঙ্গাপুরে আপনার সর্বনিম্ন বেতন ৪২০+ মার্কিন ডলার হতে পারে। কাজের উপর দক্ষতা থাকলে এই বেতন আরও বেশি বৃদ্ধি পাবে।

এছাড়াও, আপনার কাজের দক্ষতা থাকলে বেতন বৃদ্ধি করে দেয়ার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে, ৫০০ ডলার থেকে শুরু করে আরও বেশি অব্দি প্রতি মাসে ইনকাম করতে পারবেন। সিঙ্গাপুর কাজের ভিসা আবেদন করার সময় আপনি যে কাজে দক্ষ সেই কাজের ভিসা নেয়ার চেষ্টা করুন।

আমাদের শেষ কথা

আজকের এই পোস্টে আপনাদের সাথে সিঙ্গাপুর কাজের ভিসা করতে কি কি লাগে, সিঙ্গাপুর কাজের ভিসা আবেদন করার নিয়ম এবং এবিষয়ক সকল তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। পোস্টটি সম্পূর্ণ পড়ে থাকলে আপনিও যেকোনো একটি সিঙ্গাপুর ভিসা এজেন্সির সহযোগিতা নিয়ে সিঙ্গাপুর যেতে পারবেন। এছাড়াও, আরও কোনো প্রশ্ন থাকলে নিচে উল্লিখিত সাধারণত জিজ্ঞাসিত প্রশ্নাবলীগুলো দেখতে পারেন।


আরও পড়ুনঃ পর্তুগালে নাগরিকত্ব পাওয়ার উপায় ২০২৫

আরও পড়ুনঃ সরকারি ভাবে জাপান যাওয়ার উপায়

আরও পড়ুনঃ কাজাখস্তান ওয়ার্ক পারমিট ভিসা ও টাকার রেট


সাধারণত জিজ্ঞাসিত প্রশ্নাবলী

সিঙ্গাপুর যেতে বয়স কত লাগে?

সিঙ্গাপুর যেতে ১৮ বছর থেকে ৫০ বছর বয়স এর মাঝে হতে হবে।

বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে কত সময় লাগে?

বাংলাদেশ থেকে নন-স্টপ ফ্লাইটে সিঙ্গাপুর যেতে ৪ ঘণ্টা সময় লাগে।

বাংলাদেশে অনুমোদিত সিঙ্গাপুর ভিসা এজেন্ট কারা?

Ministry of Foreign Affairs, Singapore এর অনুমোদিত ১৫ টি সিঙ্গাপুর ভিসা এজেন্ট রয়েছে। পুরো তালিকা এবং তাদের সাথে যোগাযোগ করার মাধ্যম জানতে সিঙ্গাপুর ভিসা এজেন্ট লিস্ট এ ক্লিক করতে পারেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *