ফেসবুক পেজে লাইক বাড়াতে চাচ্ছেন? কিন্তু ফেসবুক পেজে লাইক বাড়ানোর উপায় জানেন না? দুইটি পদ্ধতি অবলম্বন করে কীভাবে সহজেই ফেসবুক পেজে লাইক বাড়ানো যায়, সেটাই জানতে পারবেন এই পোস্টে।
কেউ শখের বসে ফেসবুক পেজ তৈরি করে, আবার কেউ ফেসবুক পেজ তৈরি করে টাকা ইনকাম করার জন্য। আপনার উদ্দেশ্যে যাই হোক না কেন, ফেসবুক পেজটি অধিক মানুষের কাছে পৌঁছাতে এবং পেজ গ্রো করার জন্য অবশ্যই পেজের লাইক বেশি হতে হবে।
যারা নতুন ফেসবুক পেজ তৈরি করেন, তাদের মাঝে অধিকাংশই জানেন না যে কীভাবে ফেসবুক পেজের লাইক বাড়ানো যায়। একারণে, অনেকেই শেষমেশ পেজ ফেলে রাখেন বা ডিলেট করে দেন। তো চলুন, ফেসবুক পেজে লাইক বাড়ানোর উপায় জেনে নেয়া যাক।
ফেসবুক পেজে দুইটি পদ্ধতিতে লাইক বাড়াতে পারবেন। একটি হচ্ছে অর্গানিকভাবে এবং অপরটি হচ্ছে পেইড ভাবে। তবে, আমরা আজকে অর্গানিকভাবে পেজের লাইক বাড়ানোর উপায় সম্পর্কে জানবো। ফেসবুক পেজে লাইক বাড়ানোর উপায়গুলো নিচে উল্লিখিত।
এই তিনটি পদ্ধতি অনুসরণ করে ফেসবুক পেজে লাইক বাড়াতে পারবেন অনেক সহজেই। নিচে এসব পদ্ধতি নিয়ে আরও বিস্তারিত জানতে পারবেন।
একটি ফেসবুক পেজ দ্রুত বৃদ্ধি করার মূলমন্ত্র হচ্ছে এখানে একটিভ থাকতে হবে এবং নিয়মিত পোস্ট করতে হবে। নিয়মিত পোস্ট করলে আপনার পূর্বের ফলোয়াররা পোস্টের সাথে এঙ্গেজ হবে। ফলে ফেসবুক পোস্টগুলো আরও অনেক মানুষের সামনে শো করবে। এতে করে আপনার পেজে নতুন নতুন মানুষ লাইক দিবে এবং ফলো করবে।
আপনার ফেসবুক পেজটি যে সম্পর্কিত, সেই সম্পর্কিত বিভিন্ন গ্রুপ সার্চ করলেই পাবেন। এসব গ্রুপে যোগদান করতে হবে পেজ দিয়ে কিংবা আপনার আইডি দিয়ে। এরপর, সে সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পোস্ট করতে হবে। ফলে, মানুষ আপনার পোস্ট দেখে আপনার পেজে লাইক দিবে এবং ফলো করবে। এভাবে করে নতুন নতুন ফলোয়ার বৃদ্ধি পাবে আপনার পেজে।
একটি ফেসবুক পেজ তৈরি করার পর সেই পেজটি সম্পর্কে কেউ জানবে না এটাই স্বাভাবিক। কারণ, পুরো ফেসবুক জুড়ে কয়েক কোটি পেজ রয়েছে। সবগুলো পেজ সম্পর্কে যেমন আমরা জানি না, তেমনি নতুন তৈরি করা পেজ সম্পর্কে অন্যরা জানবে না এটাই স্বাভাবিক। একারণে, নতুন পেজ তৈরি করার পর বন্ধুদের সাথে পেজটি শেয়ার করতে হবে।
এছাড়াও, ফেসবুক পেজ থেকে বন্ধুদের ইনভাইট করার অপশন রয়েছে। এটি ব্যবহার করে বন্ধুদেরকে আপনার ফেসবুক পেজে লাইক দেয়ার জন্য ইনভাইট করতে পারবেন। ফলে, তারা আপনার ফেসবুক পেজে লাইক দিবে এবং আপনার পেজের লাইক বৃদ্ধি পাবে। এভাবে করে পেজটি ধীরে ধীরে গ্রো করবে।
আপনার বন্ধুদেরকে তাদের বন্ধুদের কাছে পেজটি শেয়ার এবং লাইক দেয়ার জন্য ইনভাইট করতে বলতে পারেন। এতে করে পেজটিতে ধীরে ধীরে লাইক বৃদ্ধি পাবে।
ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানোর জন্য প্রতিনিয়ত পোস্ট করার কোনো বিকল্প নেই। আপনার ফেসবুক পেজে যত বেশি একটিভ থাকবেন এবং এঙ্গেজিং পোস্ট করবেন, পেজটি তত নতুন নতুন মানুষদের কাছে পৌঁছাবে। এতে করে, নতুন নতুন অনেক ফলোয়ার যুক্ত হবে আপনার পেজে।
এছাড়াও, বিভিন্ন ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে সেসব গ্রুপে পোস্ট করতে হবে। এভাবে করে আপনার পেজের সাথে সম্পর্কিত মানুষদেরকে ফলোয়ার বানাতে পারবেন সহজেই। এই পদ্ধতিগুলো অনুসরণ করার পাশাপাশি আপনার পেজটি বন্ধুদের সাথে শেয়ার করুন।
আরও পড়ুন: লুক্সেমবার্গ ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার উপায় ও খরচ
আরও পড়ুন: লিবিয়া যেতে কত টাকা লাগে এবং লিবিয়া যাওয়ার উপায়
এই পোস্টে আপনাদের সাথে ফেসবুক পেজের লাইক বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছি। উপরোক্ত নিয়মগুলো অনুসরণ করলে আপনার ফেসবুক পেজের লাইক এবং ফলোয়ার বাড়াতে পারবেন ফ্রিতেই।
Leave a Reply