আরব আমিরাতে লটারি জিতে কোটিপতি দুই বাংলাদেশি প্রবাসী

আরব আমিরাতে লটারি জিতে কোটিপতি দুই বাংলাদেশি প্রবাসী

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি র‌্যাফেল বিগ-টিকিটের সাপ্তাহিক লটারিতে ভাগ্য খুলেছে দুই বাংলাদেশির। তারা প্রত্যেকে জিতেছেন আড়াই লাখ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় দেড় কোটি টাকারও বেশি। বিজয়ীদের একজন পেশায় গাড়ি চালক, অন্যজন নিরাপত্তা প্রহরী।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) লটারি কর্তৃপক্ষ এক ঘোষণায় জানায়, মোহাম্মদ মোজাম্মেল হক ভুঁইয়া ও আলমগীর হাফেজুর রহমান এই সপ্তাহের বিজয়ী।

৪৭ বছর বয়সী মোজাম্মেল হক ভুঁইয়া গত ১৩ বছর ধরে দুবাইয়ে গাড়ি চালকের কাজ করছেন। সাত বছর আগে তিনি প্রথমবারের মতো এ লটারির কথা জানতে পারেন এবং ২০ জন বন্ধুর একটি গ্রুপের সঙ্গে প্রতি মাসে টিকিট কিনতে শুরু করেন। বিজয়ের আনন্দে তিনি বলেন, “আমি ভাষা হারিয়ে ফেলেছি, এটি অবিশ্বাস্য! এখনও ঠিক করিনি এই অর্থ কীভাবে ব্যবহার করব, তবে নিশ্চিতভাবেই বন্ধুদের সঙ্গে ভাগ করে নেব, যেমনটা আমরা সবসময় করেছি। আমি আরও টিকিট কিনব এবং অন্যদের বলব—অবিরত চেষ্টা চালিয়ে যান, একদিন আপনিও জিতবেন।”

অন্যদিকে, ৪২ বছর বয়সী নিরাপত্তা প্রহরী আলমগীর দীর্ঘ ১৫ বছর ধরে দুবাইয়ে আছেন এবং ১০ জন বন্ধুর সঙ্গে লটারির টিকিট কিনতেন। বিজয়ী হওয়ার খবর পেয়ে উচ্ছ্বসিত আলমগীর বলেন, “ফোন পেয়ে আমি আনন্দে আত্মহারা হয়ে পড়ি। এই অর্থ বন্ধুদের সঙ্গে ভাগ করে নেব, যা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে। আমি বাংলাদেশে থাকা ঋণ পরিশোধ করব এবং কিছু অর্থ পরিবারের সহায়তার জন্য পাঠাব। আমাদের লক্ষ্য এখন সবচেয়ে বড় পুরস্কার—২ কোটি দিরহাম জেতা।”

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *