মেট্রোরেলের এমআরটি পাস কেনার নিয়ম

মেট্রোরেলের এমআরটি পাস কেনার নিয়ম

মেট্রোরেলে যাতায়াত করতে হলে পাস কিনতে হয়। বারবার যেন টিকেট কাটতে না হয় এজন্য রয়েছে এমআরটি পাস। মেট্রোরেলের এমআরটি পাস কেনার নিয়ম নিয়ে আজকের এই পোস্টে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো।

এমআরটি পাস ব্যবহার করে পুরো ১০ বছর মেট্রোরেলে যাতায়াত করতে পারবেন। এজন্য প্রতিবার যাতায়াত করার জন্য সিঙ্গেল পাস টিকেট কিনতে হবেনা। মেট্রোরেলে যাতায়াত করেন সিঙ্গেল পাস টিকেট ব্যবহার করে, কিংবা মেট্রোরেলে যাতায়াত করতে চাচ্ছেন তাহলে অবশ্যই এমআরটি পাস কেনার নিয়ম জানতে হবে।

তো চলুন, কীভাবে মেট্রোরেলের এমআরটি পাস কিনতে হয় তা সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।

মেট্রোরেলের এমআরটি পাস কেনার নিয়ম

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর ওয়েবসাইট https://dmtcl.gov.bd/ থেকে এমআরটি পাসের ফরম ডাউনলোড করতে পারবেন। এরপর, এই ফরমটি পূরণ করে মেট্রোরেলের টিকেট কাউন্টারে জমা দিতে হবে। ফরমটি পূরণ করতে নাম, পিতা-মাতার নাম, জাতীয় পরিচয়পত্র নাম্বার (এনআইডি) অথবা পাসপোর্ট নাম্বার, মোবাইল নাম্বার এবং ই-মেইল অ্যাড্রেস দিতে হবে। এছাড়া, মেট্রোরেলের এমআরটি পাস কেনার জন্য ৫০০ টাকা দিতে হয়। এর মাঝে ৩০০ টাকা এমআরটি পাসে ব্যালেন্স হিসেবে জমা থাকে এবং ২০০ টাকা কার্ডের জামানত হিসেবে নিয়ে থাকে।

ফরম পূরণ করে ফরমটি টিকেট কাউন্টারে জমা দেয়ার সময় ৫০০ টাকা দিতে হবে। অতঃপর, উক্ত এমআরটি পাস ব্যবহার করে পরবর্তী ১০ বছর মেট্রোরেলে যাতায়াত করতে পারবেন। ব্যালেন্স শেষ হলে টিকেট কাউন্টার থেকে, টিকেট বিক্রির টপআপ মেশিন থেকে ব্যালেন্স রিচার্জ করে নিতে পারবেন।

নিচে ধাপে ধাপে মেট্রোরেলের এমআরটি পাস কেনার নিয়ম উল্লেখ করে দিয়েছি। চলুন, দেখে নেয়া যাক।

  • প্রথমেই https://dmtcl.gov.bd/ ওয়েবসাইট ভিজিট করুন এবং এমআরটি পাসের ফরম ডাউনলোড করে নিন।
  • ফরম ডাউনলোড করার জন্য উক্ত ওয়েবসাইটের মেইন মেনু থেকে আমাদের সম্পর্কে লেখার উপরে হোভার করুন/ক্লিক করুন এবং MRT Pass নিবন্ধন ফরম লেখার উপরে ক্লিক করুন।
  • ক্লিক করার পর অটোমেটিক ডাউনলোড শুরু হবে। নয়তো, MRT Pass নিবন্ধন ফরম লেখার উপরে ক্লিক করলে সরাসরি এমআরটি পাস ফরম ডাউনলোড করতে পারবেন।
  • এরপর, ফরমটি প্রিন্ট করে নিন এবং আপনার নাম, পিতা-মাতার নাম, জাতীয় পরিচয়পত্র নাম্বার (এনআইডি) অথবা পাসপোর্ট নাম্বার, মোবাইল নাম্বার এবং ই-মেইল অ্যাড্রেস সহ সকল তথ্য দিয়ে ফরমটি পূরণ করে নিন।
  • পূরণ করা ফরমটি নিয়ে মেট্রোরেলের টিকেট কাউন্টারে জমা দিন। এরপর, তারা টাকা চাইলে ৫০০ টাকা দিন।
  • অতঃপর, তারা আপনাকে মেট্রোরেলে যাতায়াত করার জন্য এমআরটি পাস দিয়ে দিবে। এই এমআরটি পাসে ৩০০ টাকা ব্যালেন্স থাকবে। MRT পাসটি ব্যবহার করে যাতায়াত করতে পারবেন। ব্যালেন্স শেষ হয়ে গেলে টিকেট কাউন্টার থেকে কিংবা টপআপ মেশিন থেকে ব্যালেন্স রিচার্জ করে নিতে পারবেন।

কোনো কারণে যদি আপনার এমআরটি পাস হারিয়ে যায়, ক্ষতিগ্রস্থ হয়, ভেঙ্গে যায় বা ফেরত দেন, তাহলে কার্ডে থাকা টাকা ফেরত পাবেন। মনে করুন আপনি কার্ডটি হারিয়ে ফেলেছেন, তাহলে আবারও একটি কার্ড নিতে পারবেন। এক্ষেত্রে কার্ডে থাকা ব্যালেন্স নতুন কার্ডে যুক্ত হবে। এছাড়া, কার্ড ফেরত দিলে ব্যালেন্স এবং কার্ড নেয়ার সময় যে টাকা ডিপোজিট করেছিলেন, সেটি ফেরত নিতে পারবেন।

মেট্রোরেলের এমআরটি পাস নেয়ার সময়

মেট্রোরেলের এমআরটি পাস কেনার নিয়ম অনুসরণ করে MRT পাস নিতে পারবেন প্রতিদিন সকাল ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত। তবে, আপনি চাইলে এমআরটি পাস ছাড়াও মেট্রোরেলে যাতায়াত করতে পারবেন। এজন্য, সিঙ্গেল টিকেট ক্রয় করতে হবে। বারবার মেট্রোরেলে যাতায়াত করার প্রয়োজন হলে সিঙ্গেল পাস কেনার থেকে এমআরটি পাস কেনা উত্তম। কারণ, এটি রিচার্জ করা যায় এবং সম্পূর্ণ ১০ বছর পর্যন্ত ব্যবহার করা যাবে। 


আরও পড়ুনঃ প্রবাসী সন্তানদের বৃত্তি আবেদন করার নিয়ম

আরও পড়ুনঃ অনলাইনে বিমানের টিকেট চেক করার নিয়ম

আরও পড়ুনঃ ফিক্সড ডিপোজিট করার জন্য কোন ব্যাংক সবচেয়ে ভালো


শেষ কথা

আজকের এই পোস্টে আপনাদের সাথে মেট্রোরেলের এমআরটি পাস কেনার নিয়ম নিয়ে আলোচনা করেছি। ফ্রিতে মেট্রোরেলের এমআরটি পাসের জন্য ফরম ডাউনলোড করে সেটি পূরণ করে জমা দেয়ার মাধ্যমে মাত্র ৫০০ টাকায় নিতে পারবেন এই পাস। যেখানে ৩০০ টাকা ব্যালেন্স হিসেবে জমা থাকবে।

Comments

2 responses to “মেট্রোরেলের এমআরটি পাস কেনার নিয়ম”

  1. […] আরও পড়ুনঃ যেভাবে খুব সহজেই MRT pass ক্রয় করবেন […]

  2. […] হাতের লেখা সুন্দর করার ৫টি কৌশল মেট্রোরেলের এমআরটি পাস কেনার নিয়ম পর্তুগালে নাগরিকত্ব পাওয়ার উপায় […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *