জমি চিহ্নিত করার জন্য মৌজা ম্যাপ অনেক গুরুত্বপূর্ণ। মৌজা কিভাবে বের করতে হয় এই বিষয়ে আজ আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো। আপনি যদি মৌজা ম্যাপ ডাউনলোড করতে চান, তবে পোস্টটি সম্পূর্ণ পড়ুন।
মৌজা ম্যাপ এর সাহায্যে সহজেই জমি চিহ্নিত করা যায়। বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনেক সহজেই অনলাইনে মৌজা ম্যাপ ডাউনলোড করা যায়। অনলাইনে মৌজা কিভাবে বের করবেন জানার জন্য শুরু থেকে শেষ অব্দি পড়ুন।
মৌজা মানে হচ্ছে কোনো এলাকা বা গ্রাম। কিন্তু, মৌজা ম্যাপ হচ্ছে কোনো গ্রামের জমির নকশা। অর্থাৎ, জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত কাজে যে ম্যাপ ব্যবহার করা হয়, এটিই হচ্ছে মৌজা ম্যাপ। মৌজা ম্যাপের মাধ্যমে আপনি আপনার জমি চিহ্নিত করতে পারবেন।
একটি এলাকার সকল জমির মাঝে থেকে নির্দিষ্ট কোনো জমি খুঁজে বের করার জন্যই মৌজা ম্যাপ ব্যবহার করা হয়। এই মৌজা ম্যাপে পুরো এলাকা বা গ্রামের সকল জমির নকশা উল্লেখ করে দেয়া থাকে। ভূমি সংক্রান্ত কাজের জন্য মৌজা ম্যাপ ব্যবহার করা হয়ে থাকে।
মৌজা বের করার জন্য বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় এর অফিসিয়াল ওয়েবসাইট eporcha.gov.bd ভিজিট করতে হবে। এরপর, ওয়েবসাইট থেকে মৌজা ম্যাপ অপশনে ক্লিক করতে হবে। অতঃপর, বিভাগের নাম, জেলা, উপজেলা, সার্ভে টাইপ এবং মৌজা সিলেক্ট করে মৌজা বের করা যাবে।
মৌজা ম্যাপ বের করার জন্য জমি কোন বিভাগে, জেলায় এবং উপজেলায় অবস্থিত সেটি জানা থাকতে হবে। এরপর, eporcha.gov.bd ওয়েবসাইট ভিজিট করে মৌজা ম্যাপ চিহ্নিত করতে পারবেন এবং চাইলে অনলাইনে মৌজা ম্যাপের সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন।
মৌজা ম্যাপ বের করার বিস্তারিত পদ্ধতি নিয়ে নিচে আরও বিস্তারিত পদ্ধতি আলোচনা করেছি। ধাপগুলো অনুসরন করলে আপনিও ঘরে বসে মৌজা ম্যাপ চিহ্নিত করতে পারবেন এবং সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন।
মৌজা বের করার জন্য কিছু তথ্য লাগবে। এসব তথ্য থাকলে মৌজা চিহ্নিত করতে পারবেন এবং চাইলে অনলাইনে মৌজার সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন। মৌজা বের করার জন্য কি কি লাগে তার একটি তালিকা নিচে উল্লেখ করে দিয়েছি। চলুন, দেখে নেয়া যাক।
উপরোক্ত এই তথ্যগুলো হলে যেকোনো মৌজার ম্যাপ বের করতে পারবেন অনেক সহজেই। এসব তথ্য দিয়ে কিভাবে একটি মৌজা চিহ্নিত করা যায় চলুন দেখে নেয়া যাক।
অনলাইন থেকে মৌজা বের করার নিয়ম
অনলাইন থেকে মৌজা চিহ্নিত বা মৌজা বের করার জন্য আমাদেরকে বাংলাদেশ ভূমি মন্ত্রণালয় এর ওয়েবসাইট ব্যবহার করতে হবে। এই ওয়েবসাইট থেকে ভূমি বিষয়ক সকল সেবা পাওয়া যায়। ওয়েবসাইট ভিজিট করার জন্য eporcha.gov.bd এই লিংকটিতে ভিজিট করতে হবে।
এরপর, মৌজা ম্যাপ অপশন থেকে জমির সকল তথ্য সিলেক্ট করে দিয়ে মৌজা ম্যাপ চিহ্নিত করা যাবে। এছাড়াও, মৌজা ম্যাপ চিহ্নিত করার পর চাইলে সার্টিফাইড কপির জন্য আবেদন করা যাবে। আরও বিস্তারিত পদ্ধতি জানার জন্য নিচে উল্লিখিত ধাপগুলো অনুসরণ করুন।
ধাপ ১ –
ধাপ ১ – প্রথমেই ভিজিট করুন https://land.gov.bd/ ওয়েবসাইট। এই লিংকে ক্লিক করে বাংলাদেশ ভূমি মন্ত্রণালয় এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারবেন।
ধাপ ২ – এরপর, স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ অপশনে ক্লিক করুন। এখানে ক্লিক করলে eporcha.gov.bd ওয়েবসাইটে নিয়ে যাবে।
ধাপ ৩ – আপনি চাইলে প্রথম দুই ধাপ স্কিপ করে সরাসরি eporcha.gov.bd ওয়েবসাইট ভিজিট করতে পারেন। কারণ উপরের দুইটি ধাপ অনুসরন করলেও এই ওয়েবসাইটে নিয়ে আসবে। এই ওয়েবসাইট ভিজিট করার পর মৌজা ম্যাপ অপশনে ক্লিক করতে হবে।
ধাপ ৪ – এখন আপনি যে জমির মৌজা ম্যাপ অনুসন্ধান করতে চাচ্ছেন, সেটি কোন বিভাগে, জেলায় এবং উপজেলায় অবস্থিত সেটি সিলেক্ট করে দিতে হবে।
ধাপ ৫ – এরপর, সার্ভে টাইপ এর নিচে থেকে পর্চার ধরণ নির্বাচন করতে হবে। তারপর, মৌজা নামের তালিকা থেকে যে মৌজার ম্যাপ ডাউনলোড করতে চাচ্ছেন, সেটি সিলেক্ট করতে হবে।
ধাপ ৬ – মৌজা সিলেক্ট করার পর সিট নং বা দাগ নং জানা থাকতে হবে। দাগ নং বা সিট নং লিখে সার্চ করে মৌজা ম্যাপ দেখতে পাবেন। এছাড়াও, চাইলে স্ক্রোল করে নাম দেখে সিলেক্ট করতে পারবেন।
সিলেক্ট করার জন্য ডাবল ক্লিক করতে হবে। এরপর একটু সময় লোড নিয়ে আপনার মৌজা ম্যাপ চলে আসবে। এখন আপনি চাইলে আবেদন করুন বাটনে ক্লিক করে মৌজা ম্যাপের অনলাইন কপি বা সার্টিফাইড কপি সংগ্রহ করতে পারবেন। উপরোক্ত পদ্ধতিগুলো অনুসরণ করে সহজেই মৌজা ম্যাপ চিহ্নিত করতে পারবেন।
আপনি যদি মৌজা ম্যাপের অনলাইন কপি ডাউনলোড করতে চান বা মৌজা ম্যাপের সার্টিফাইড কপি সংগ্রহ করতে চান, তাহলে আবেদন করতে হবে। আবেদন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন।
অনলাইনে মৌজা ম্যাপের আবেদন করার মাধ্যমে মৌজা ম্যাপ ডাউনলোড করা যায়। তবে, আমরা অনলাইনে শুধুমাত্র মৌজা ম্যাপের অনলাইন কপি ডাউনলোড করতে পারবো। আপনি যদি সার্টিফাইড কপি ডাউনলোড করতে চান, তাহলে অবশ্যই পোস্ট অফিসের মাধ্যমে নিতে হবে।
মৌজা ম্যাপ অনলাইন কপি এবং সার্টিফাইড কপির জন্য কিভাবে আবেদন করতে হবে তা বিস্তারিত নিচে উল্লেখ করে দিয়েছি। চলুন, দেখে নেয়া যাক।
মৌজা ম্যাপ চিহ্নিত করার পর আবেদন করুন বাটনে ক্লিক করলে আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে। এই পেজে আপনাকে আবেদন করতে হবে। চাইলে অনলাইন কপির জন্য অথবা সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
ধাপ ১ – জাতীয় পরিচয়পত্র নং, জন্ম তারিখ, নাম (ইংরেজি) জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, মোবাইল নম্বর লিখে ক্যাপচা কোড পূরণ করতে হবে। এরপর, যাচাই করুন বাটনে ক্লিক করতে হবে।
ধাপ ২ – এরপর, বিস্তারিত ঠিকানা লিখতে হবে। অনলাইন কপি সিলেক্ট করা থাকে ডিফল্টভাবে। ১০০ টাকা বিকাশ বা অন্য মাধ্যমে পেমেন্ট করলে উক্ত মৌজার অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন।
ধাপ ৩ – আপনি যদি সার্টিফাইড কপি নিতে চান, তাহলে সার্টিফাইড কপি অপশন সিলেক্ট করতে হবে। এরপর, ডাকযোগে সিলেক্ট করে দেশের ভিতর নিবেন নাকি দেশের বাইরে সেটি সিলেক্ট করতে হবে। দেশের বাইরে নিতে চাইলে দেশের নাম সিলেক্ট করতে হবে।
ধাপ ৪ – অতঃপর, পেমেন্ট সম্পন্ন করতে হবে। সার্টিফাইড কপি দেশের ভিতরে ডাকযোগে নিতে চাইলে ১৪০ টাকা পেমেন্ট করতে হবে। যদি দেশের বাইরে নিতে চান, তবে ৫০০+ টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট এর পরিমান দেখতে পাবেন ওখানেই।
এই পদ্ধতিগুলো অনুসরণ করে সহজেই মৌজা ম্যাপ ডাউনলোড করতে পারবেন বা সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন। অনলাইন কপি ডাউনলোড করুন কিংবা সার্টিফাইড কপির জন্য আবেদন করুন, অনলাইনে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর আপনার দেয়া ঠিকানায় সার্টিফাইড কপি পৌঁছে যাবে ডাকযোগে।
অনলাইন কপির জন্য পেমেন্ট করলে পেমেন্ট সম্পন্ন করলেই মৌজা ম্যাপ অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন।
আজকের এই পোস্টে আপনাদের সাথে মৌজা কিভাবে বের করবো এই বিষয় নিয়ে বিস্তারিত পদ্ধতি আলোচনা করেছি। পোস্টটি সম্পূর্ণ পড়লে মৌজা ম্যাপ ডাউনলোড করার পদ্ধতি এবং মৌজা ম্যাপের সার্টিফাইড কপি সংগ্রহের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আরও এমন তথ্য জানতে প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।
Leave a Reply